বাংলাদেশের খবর

আপডেট : ২৭ August ২০১৮

মাইক্রোটিক সার্টিফায়েড ট্রেইনার হলেন তিতাস সরকার

মাইক্রোটিক সার্টিফায়েড ট্রেইনার তিতাস সরকার সংগৃহীত ছবি


কম্পিউটার নেটওয়ার্কিং সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান মাইক্রোটিকের সার্টিফায়েড ট্রেইনার হয়েছেন বাংলাদেশের তিতাস সরকার। সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত ‘ট্রেইন দ্য ট্রেইনার’ শীর্ষক প্রোগ্রামে তার হাতে এ সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

এর আগে তিনি এমটিসিএনএ এবং এমটিসিআরই নামে দুটি পরীক্ষায় উত্তীর্ণ হন। এর পাশাপাশি মাইক্রোটিক সিকিউরিটি নিয়ে একটি পেপার উপস্থাপনা করে এ যোগ্যতা অর্জন করেন।

তিতাস সরকার টিসফট আইটি নামে একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। ‘মাইক্রোটিক রাউটার নেটওয়ার্কিং ও সিকিউরিটি’ নামে একটি বইও লিখেছেন তিনি। বর্তমানে তিনি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কর্মরত আছেন ইনোসিস সলিউশনসে।

তথ্যপ্রযুক্তি বা নেটওয়ার্কিংয়ে ক্যারিয়ার করার জন্য বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্স যেমন- সিসিএনএ, উইন্ডোজ সার্ভার, লিনাক্স, মাইক্রোটিক ইত্যাদি বিষয় নিয়ে লেখালেখি করেন তিতাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তথ্যপ্রযুক্তিতে মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১