আপডেট : ২৭ August ২০১৮
রাজধানীর ফার্মগেট, মহাখালী ও মিরপুরে অভিযান চালিয়ে ১১০টি মামলায় ৪২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তিনটি ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পৃথক এ অভিযান চালানো হয়। বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিবুর রহমানের নেতৃত্বে ফার্মগেটে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬২টি মামলায় সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে মিরপুর বিআরটিএ অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৩টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে মহাখালী এলাকায় বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩৫টি মামলায় ১৭ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। বিজ্ঞপ্তি
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১