আপডেট : ২৭ August ২০১৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের চিন্তাভাবনা করছে। কিন্তু বিএনপি সম্পূর্ণভাবে ইভিএম ব্যবহারের বিপক্ষে। এ বিষয়ে ইসির তোড়জোড় তারা ভালো চোখে দেখছে না। গতকাল রোববার বাংলাদেশের খবরকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ইভিএম নিয়ে বিএনপির মতামত তুলে ধরেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিএনপি ইভিএম ব্যবহারের বিপক্ষে। ইতোমধ্যে বিএনপির প্রতিনিধিদল ইসিতে গিয়ে তাদের এই আপত্তির কথা লিখিতভাবে জানিয়েছে। এখন ইসি এমনটা করতে চাইলে সে বিষয়ে বিএনপির আপত্তি থাকবে। বিএনপি মনে করবে, ইসি সরকারকে অনৈতিকভাবে সহযোগিতা করতে এমনটা করছে। এদিকে গতকাল আগারগাঁওয়ে ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সভাপতিত্বে ইসির ৩৫তম সভায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর সংশোধন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আইন সংশোধনের কার্যক্রম শুরু করেছেন তারা। মাহবুব তালুকদার বলেন, ইসি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহারের চিন্তাভাবনা করছে। নির্বাচনে একটি ইভিএম ব্যবহার করতে হলে আইন সংশোধন করতে হবে। বিষয়টি নিয়ে সভায় আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১