আপডেট : ২৬ August ২০১৮
পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো মনে করেন জুভেন্টাসে যাওয়াটা ছিল অনেকটাই ভাগ্যের জোরের একটি ব্যাপার! তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াটা তার কাছে ছিল সহজ। এক সাক্ষাৎকারে জুভেন্টাসের নতুন প্রাণভোমরা জানান, ‘জীবনে অনেক কিছুই ভাগ্যের জোরে হয়ে থাকে। এই ক্ষেত্রেও তেমন কিছু ছিল।’ ভাগ্যের জোরে বলার কারণ এই ক্লাবটিতে খেলার কথা কখনো ভাবেননি এই তারকা। সেই কথা তুলে ধরে রোনালদো বলেন, ‘আমি কখনো এই ক্লাবে খেলব ভাবিনি। তবে কিছু বিষয় থাকে যা সাধারণ নিয়মেই হয়ে থাকে। আমার কাছে তাই সিদ্ধান্তটা নেওয়া সহজ ছিল।’ রিয়াল মাদ্রিদে যা পেয়েছেন তা নিয়ে ভীষণ তৃপ্ত রোনালদো। তবে অতীত নিয়ে পড়ে থাকতে চান না তিনি, ‘মাদ্রিদে যা করেছি তা ছিল অবিশ্বাস্য। আমি সব কিছুই সেখানে পেয়েছি। আমার পরিবার সেখানে, কিন্তু এখন সেটা অতীত। আমি নতুন করে এই ক্লাবেই সব কিছু পেতে চাই।’ জুভেন্টাসে এসে এখনো স্কোর শিটে নাম তুলতে পারেননি। তাতে অবশ্য অসন্তুষ্ট নন রোনালদো, ‘আমি তাতেও আনন্দিত। ওরা দল হিসেবে অনেক শক্তিশালী এটা সবাই জানে। বিশ্বের সেরা ক্লাবটির মাঝে ওরা কিন্তু একটি।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১