আপডেট : ২৬ August ২০১৮
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বোকাইনগর রেল স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মো. শরিফুল ইসলাম বলেন, ময়মনসিংহ থেকে ভৈরব যাওয়ার পথে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে গেছে। দ্রুত সময়ের মধ্যেই উদ্ধার কাজ শেষ হবে। ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি জানান, বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ থেকে ভৈরবমুখী যাত্রীবাহী ট্রেনের শিডিউল হেরফের হতে পারে। তবে তা যাতে না হয়, সেই চেষ্টা চলছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১