বাংলাদেশের খবর

আপডেট : ২৬ August ২০১৮

আরপিও সংস্কার নিয়ে ইসির বৈঠক আজ

লোগো নির্বাচন কমিশন (ইসি)


নির্বাচনী আইন সংস্কার নিয়ে আজ রোববার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের বিধানযুক্তসহ বেশ কয়েকটি বিষয়ে সংশোধন আনা হতে পারে। কমিশনের ৩৫তম সভায় ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ সংশোধন’ আলোচ্য সূচিভুক্ত করা হয়েছে।

ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শাহ আলম বলেন, ‘কমিশনের বৈঠকে দুটি প্রধান এজেন্ডা রয়েছে। এর মধ্যে প্রথমটি গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২-এর সংশোধন। অন্যটি হচ্ছে এ বছর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ফেমবোসা সম্মেলনের প্রস্তুতি নিয়ে।’

গত বছর জুলাইয়ে অংশীজনের সঙ্গে সংলাপ করে পাওয়া প্রস্তাবগুলো নিয়ে এতদিন বসে থাকার পর একাদশ সংসদ নির্বাচনের কয়েক মাস আগে ফের তোড়জোড় শুরু হলো আরপিও সংশোধন নিয়ে। গত সপ্তাহে ইভিএম ব্যবহারসহ সংস্কার প্রস্তাবগুলো নিয়ে কমিশনে আলোচনার কথা জানান নির্বাচন কমিশনার কবিতা খানম। তিনি বলেছিলেন, ‘আরপিও সংশোধন নিয়ে দুটি কমিশন বৈঠকও হয়েছে। সেখানে কিছু সংশোধন বা আরো কিছু প্রস্তাবনা এসেছে। এখন এটি কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সংসদ নির্বাচনের জন্য কমিশনের প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, ‘ইভিএম ব্যবহারের জন্য সক্ষমতা লাগবে, আস্থার ব্যাপার আছে। প্রশিক্ষিত লোকবল লাগবে। আরপিওতে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিলে সেভাবে এগোব।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১