বাংলাদেশের খবর

আপডেট : ২৫ August ২০১৮

অলটারনেটিভ কোরবানি


মনের মাঝে লুকিয়ে ছিল তোর বাণী,

‘আয় কাছে আয়, দেবো তোরে কোরবানি!’

 

বুঝতে পারিনি, তাই গিয়েছি কাছে,

দিয়েছি পকেট জবাই আহা-

এখনো মনে আছে।

 

ভোগে নয় ভাই, ত্যাগেই মহান সুখ,

এই বাণী ভেবে সান্ত্বনা পাই

আয়নায় দেখি মুখ।

 

কখনো নিজেকে মানুষ দেখি

কখনো দেখি গরু,

দেখতে দেখতে শরীর হাতড়াই

নেই মোটা, আজ সরু!


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১