আপডেট : ২৫ August ২০১৮
আলোচিত, প্রশংসিত, জনপ্রিয় এবং সুপরিচিত এক রেস্টুরেন্টে আগুনের মতো লাস্যময়ী এক সুন্দরী মেয়ে বারটেন্ডারের টেবিলে এসে বসল। আঙুলের ইশারায় বারটেন্ডারকে ডাকল। বারটেন্ডার ঢোক গিলতে গিলতে এগিয়ে গেল। মেয়েটি বারটেন্ডারের গালে আদুরে ভঙ্গিতে হাত বুলাতে বুলাতে বলল, তুমি কি এই বারের ম্যানেজার? বারটেন্ডার কোনোমতে জবাব দিল, না। মেয়েটি এবার বারটেন্ডারের কপাল ও চুলে আস্তে আস্তে হাত বুলাতে লাগল এবং বলল, ম্যানেজার কি আছে? বারটেন্ডার কোনোমতে ঢোক গিলে গলা ভিজিয়ে বলল, ন ... না। মেয়েটি এবার আঙুল দুটো ধীরে ধীরে বারটেন্ডারের কপাল, নাক ছুঁয়ে তার মুখের ভেতর ঢুকিয়ে দিল! মন্ত্রমুগ্ধের মতো বারটেন্ডার তা ধীরে ধীরে চুষতে লাগল! মেয়েটি এরপর বারটেন্ডারের কানে ফিসফিস করে বলল, ম্যানেজার এলে তাকে বল যে লেডিস টয়লেটের টিস্যু শেষ হয়ে গেছে!
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১