বাংলাদেশের খবর

আপডেট : ২০ August ২০১৮

রাশিয়ায় ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশনে অংশ নেওয়ার সুযোগ


রাশিয়ার কাজানে ওয়ার্ল্ড স্কিল কম্পিটিশন আয়োজন করা হয়েছে।  ২০১৯ সালের ২২ থেকে ২৭ আগস্টে অনুষ্ঠিত এ প্রতিযোগীতায় বাংলাদেশ প্রথমবারের অংশ নেবে। এ জন্য জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ (ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিল-এনএসডিসি) এ বছর বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করে রাইজিং স্টারদের বাছাই করবে। যারা আগামী বছর কাজানের মূল প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।

জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ জানিয়েছে, বিভাগীয় ও জাতীয় প্রতিযোগিতার সূচি খুব শিগগির ঘোষণা করা হবে। তবে জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ সচিবালয় ইতিমধ্যে তাদের সাইটে ট্রেডগুলো পাবলিশ করেছে। যার ওপর প্রতিযোগীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

প্রতিযোগিতায় আইটি সফটওয়্যার সল্যুশন ফর বিজনেস (https://bit.ly/2nGAMJr), ইনফরমেশন নেটওয়ার্ক ক্যাবলিং (https://bit.ly/2MgFUCB) এবং ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট (https://bit.ly/2ODqPrk) বিভাগে অংশগ্রহণ করা যাবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করা যাবে http://www.nsdc.gov.bd/risingstar/registration/ এই ঠিকানা থেকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১