আপডেট : ২০ August ২০১৮
হোয়াইট হাউজের বিশেষ কাউন্সেল ডন ম্যাকঘ্যানের ৩০ ঘণ্টার বেশি সময় সাক্ষাৎকার নিয়েছেন বিশেষ কাউন্সেল রবার্ট মুয়েলার। গত শনিবার নিউইয়র্ক টাইসম জানায়, গত নয় মাস ধরে কয়েক দফায় ডনের সাক্ষাৎকার নেওয়া হয়। সাক্ষাৎকারে ডন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচন ও রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে অনেক তথ্য দিয়েছেন বলে জানা যায়। প্রেসিডেন্টের লিগ্যাল টিম মুয়েলারকে তদন্তে সহায়তা করার সিদ্ধান্তের প্রেক্ষিতেই ডনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মুয়েলারের দল বিশ্বাস করে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ছিল। তবে মুয়েলারের সামনে ট্রাম্প সাক্ষাৎকারে বসবেন কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রেসিডেন্টের লিগ্যাল টিম বেশ কয়েকবার সবুজ সঙ্কেত দিলেও এখনো আলোচনার টেবিলে বসেননি ট্রাম্প। গত শনিবার এক টুইট বার্তায় ট্রাম্প হোয়াইট হাউজের কর্মকর্তাদের এবং বিশেষ করে কাউন্সেল ডন ম্যাকঘ্যানকে তদন্তে সহায়তা করতে বলেন। তিনি এই তদন্তকে সবচেয়ে স্বচ্ছ এবং দুই পক্ষের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বলেও অভিহিত করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১