বাংলাদেশের খবর

আপডেট : ২০ August ২০১৮

ভেনিজুয়েলীয়দের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ইকুয়েডরের

ভেনিজুয়েলার নাগরিকরা যেন ইকুয়েডরে ঢুকতে না পারে সেজন্য দেশটি বিশেষ পদক্ষেপ নিয়েছে ছবি : ইন্টারনেট


ভেনিজুয়েলার নাগরিকরা যেন ইকুয়েডরে ঢুকতে না পারে সেজন্য কঠোর পদক্ষেপ নিয়েছে নিরক্ষরেখায় অবস্থিত দেশটি। এখন থেকে পাসপোর্ট ছাড়া কোনো ভেনিজুয়েলার নাগরিক ইকুয়েডরে প্রবেশ করতে পারবে না।

এর আগে পরিচয়পত্র দেখালেই ভেনিজুয়েলার নাগরিকরা ইকুয়েডরে ঢুকতে পারত। খবর বিবিসি।

নতুন এই নিয়মের ফলে পার্শ্ববর্তী দেশ কলম্বিয়ায় আটকা পড়েছেন বহু ভেনিজুয়েলীয়। বেশ কয়েক বছর ধরেই অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কট বিরাজ করছে ভেনিজুয়েলায়। দেশটিতে মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করেছে। পাশাপাশি রয়েছে খাদ্য ও ওষুধ সঙ্কট। এ থেকে রক্ষা পেতে ভেনিজুয়েলার অনেক নাগরিক পার্শ্ববর্তী দেশ কলম্বিয়া হয়ে ইকুয়েডরে অভিবাসী হতে ইচ্ছুক।

মূলত অভিবাসন ঠেকাতেই এই পদক্ষেপ নিয়েছে দেশটি। যদিও অভিবাসীদের অনেকেই ইকুয়েডর হয়ে পেরু ও চিলি চলে যেত সেখানে অবস্থানরত পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হতে। এদিকে ইকুয়েডরের এই পদক্ষেপের কড়া সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছে প্রতিবেশী দেশ কলম্বিয়া।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১