আপডেট : ২০ August ২০১৮
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেছেন, বিতর্কিত তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইন কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবহার করছে সরকার। এটা অমানবিক। অবিলম্বে আটক সব শিক্ষার্থীকে মুক্তি দিতে হবে। গতকাল রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জয়নুল বলেন, মুসলমানরা পরিবারের সব সদস্যের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেন। অথচ ন্যায্য আন্দোলন করতে গিয়ে বহু ছাত্রছাত্রী গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। অনেকে পালিয়ে বেড়াচ্ছেন। এটা খুবই অমানবিক। তাদের দ্রুত মুক্তি দিতে হবে। এ সময় আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, যুগ্ম সম্পাদক কাজী জয়নাল আবেদীন, সদস্য আহসান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। জয়নুল আবেদীন বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক ছিল বলে আমরা মনে করি। সরকারও এর যৌক্তিকতা স্বীকার করেছে। সরকার যৌক্তিকতা স্বীকার করলেও কেন হাজার হাজার অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছে, তা বোধগম্য নয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১