বাংলাদেশের খবর

আপডেট : ২০ August ২০১৮

চার সচিবের দফতর বদল

বাংলাদেশ সচিবালয়, ঢাকা সংগৃহীত ছবি


প্রশাসনে চারজন সচিবের দফতর বদল করা হয়েছে। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল্লাহকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আসাদুল ইসলামকে বদলি করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক মো. আবদুল হালিমকে শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. নাসিরুজ্জামানকে কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১