বাংলাদেশের খবর

আপডেট : ১৯ August ২০১৮

হাওয়া দিতে গিয়ে চাকা বিস্ফোরণ প্রাণ গেল যুবকের

হাওয়া দিতে গিয়ে চাকা বিস্ফোরণ প্রাণ গেল যুবকের প্রতীকী ছবি


রাজধানীর দারুস সালামে হাওয়া দেওয়ার সময় গাড়ির চাকা বিস্ফোরণে দোকানের এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হন আরেকজন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় লোকমান আহম্মদকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মারা যান তিনি। এছাড়া আহত আরেক যুবক সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দারুস সালাম টাওয়ারের সামনে ঢাকা স্ট্যান্ডার্ড অ্যান্ড ব্যাটারির দোকানে কাজ করতেন তারা।

দোকান মালিক কামরুজ্জামান জামাল জানান, সকালে গাড়ির চাকায় হাওয়া দেওয়ার সময় সেটি বিস্ফোরিত হয়। এতে লোকমান ও রমিজ আহত হলে দ্রুত উদ্ধার করে তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে লোকমানকে ঢামেকে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লোকমান ভোলার লালমোহন উপজেলার ভেদ ুরিয়া গ্রামের মো. জাফরের ছেলে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১