আপডেট : ১৯ August ২০১৮
কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তারা। সাক্ষাৎকারীদের মধ্যে ছিলেন- খালেদা জিয়ার বড় বোন সেলিমা ইসলাম, ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, সিঁথির ছোট মেয়ে জাহিয়া রহমান, ভাগ্নে ড. মামুন ও খালেদা জিয়ার এক ভাতিজি। সাক্ষাৎ শেষে তারা গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেন বিচারিক আদালত। রায় ঘোষণার পরপরই তাকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। তিনি এখন সেখানেই আছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১