আপডেট : ১৮ August ২০১৮
শিরোনাম ঠিকই পড়েছেন। তবে লিওনেল মেসি নয়, যার কারাদণ্ড হয়েছে তিনি ম্যাতিয়াস মেসি। দুজনের সম্পর্কটা রক্তের, দুজনই আপন ভাই। অবৈধ অস্ত্র রাখার দায়ে মেসির ভাইকে আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন আর্জেন্টিনার আদালত। তবে স্বস্তির খবর হলো, জেলে যেতে হচ্ছে না ম্যাতিয়াসকে। এই সময়টা তিনি জেলবাসের পরিবর্তে সমাজসেবামূলক কাজ করবেন। গত বছর রোজারিওর কাছে এক নৌ-দুর্ঘটনায় পড়েছিলেন ম্যাতিয়াস। তাকে উদ্ধারের সময় নৌকায় ০.৩৮ ক্যালিবারের রক্তমাখা একটি অস্ত্র পাওয়া যায়। অবৈধ অস্ত্র রাখার মামলায় তাকে তখন গ্রেফতার করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। তার আইনজীবী তখন জানিয়েছিলেন, ম্যাতিয়াস বালির বাঁধে দুর্ঘটনায় পড়েছিলেন এবং অস্ত্রটি তার নয়। সমাজসেবামূলক কর্মকাণ্ডে ম্যাতিয়াসকে লিওনেসে গিয়ে বাচ্চাদের ফুটবল খেলা শেখাতে হবে। ঘরবাড়ি মেরামত করাসহ নিতে হবে নিজের মানসিক চিকিৎসাও।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১