আপডেট : ১৭ August ২০১৮
ঈদুল আযহা উপলক্ষে নতুন টাকা সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। এই নতুন টাকা ২০ আগস্ট পর্যন্ত ব্যাংকগুলো থেকে সংগ্রহ করা যাবে। এবার কেন্দ্রীয় ব্যাংকের শাখা অফিস ও রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখার মাধ্যমে নতুন টাকা বিনিময় চলছে গত ১৩ আগস্ট থেকে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নিচ তলায় লাইনে দাঁড়িয়ে গ্রাহকদের নতুন টাকা সংগ্রহ করতে দেখা যায়। তবে, শেষ দিক হওয়ায় ভিড় ছিল তুলনামূলক কম। ঈদুল ফিতরের তুলনায় চাহিদা কম থাকায় এবার ৭ দিন ধরে নতুন নোট বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক । সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টাকা সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা।
একজন গ্রাহক ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নোটের একটি করে বান্ডেলে সর্বোচ্চ ১৮ হাজার টাকা পর্যন্ত বিনিময় করতে পারবেন। কেউ যাতে একের অধিকবার টাকা নিতে না পারে সে জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে আঙ্গুলের ছাপের ব্যবস্থা রেখেছে কেন্দ্রীয় ব্যাংক।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১