আপডেট : ১৭ August ২০১৮
ঘুষের ৫০ হাজার টাকাসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার সংস্থার পরিচালক নাসিম আনোয়ারের তত্ত্বাবধানে একটি টিম এহতেশামুল হক নামের এ প্রকৌশলীকে আটক করে। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এলজিইডি কার্যালয়ে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত। দুদক সূত্র জানায়, উপজেলার কাঁচপুর হাইওয়ে থানা থেকে মোশারফ চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজের কার্যাদেশ পান ঠিকাদার মো. মোজাম্মেল হক। তবে এ জন্য এহতেশামুল হক ঊর্ধ্বতন কর্মকর্তাদের ‘সন্তুষ্ট’ করার দোহাই দিয়ে ১ লাখ টাকা ঘুষ দাবি করেন। দর কষাকষির এক পর্যায়ে ৮০ হাজার টাকায় রফা হয়। এর মধ্যে ৩০ হাজার টাকা মোজাম্মেল হক আগেই পরিশোধ করেন। বাকি ৫০ হাজার টাকা পরিশোধের জন্য চাপ দিলে তিনি বিষয়টি দুদককে অবহিত করেন। প্রকৌশলীকে আটকের জন্য ফাঁদ পাতে দুদক। সে অনুযায়ী অবশিষ্ট ৫০ হাজার টাকা হস্তান্তরের সময় তাকে গ্রেফতার করা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১