বাংলাদেশের খবর

আপডেট : ১৬ August ২০১৮

সেরা গোলের তালিকায় রোনালদো

পূর্তগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ছবি : ইন্টারনেট


উয়েফার সেরা গোলের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর সেই চমক লাগানো বাইসাইকেল কিক। যে গোলটি রোনালদো করেছিলেন গত চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে সাবেক রিয়াল মাদ্রিদের হয়ে বর্তমান ক্লাব জুভেন্টাসের বিরুদ্ধে। রোনালদোসহ সংক্ষিপ্ত তালিকায় রয়েছে আরো ১০টি নয়নকাড়া গোল।

গত ১২ মাসে হওয়া উয়েফার প্রতিটি প্রতিযোগিতা থেকে একটি করে গোল নির্বাচন করা হয়েছে। চ্যাম্পিয়নস লিগে রোনালদো পেছনে ফেলেছেন সাবেক সতীর্থ গ্যারেথ বেলকে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলের বিপক্ষে প্রায় একই রকম বাইসাইকেল কিকে গোল করেছিলেন বেল। ইউরোপা লিগ থেকে মনোনয়ন পেয়েছে মার্সেইয়ের দিমিত্রি পায়েতের লাইপজিগের বিরুদ্ধে ড্রিবল করা দারুণ গোলটি।

সমর্থকরা উয়েফার ওয়েবসাইটে সবগুলো গোল দেখতে ও ভোট দিতে পারবেন। গত বছর এই পুরস্কার জিতেছিলেন জুভেন্টাসের ক্রোয়াট ফরোয়ার্ড মারিও মানজুকিচ। তার আগে ২০১৫ ও ২০১৬ সালে এই পুরস্কার জিতেছিলেন বার্সার সুপারস্টার লিওনেল মেসি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১