আপডেট : ১৬ August ২০১৮
ঈদ উপলক্ষে সম্প্রতি সিডি চয়েস মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে ‘ভুলে থাকিস কেমনে’। দ্বৈতভাবে গানটিতে কণ্ঠ দিয়েছেন রাকিব মোসাব্বির ও ফারাবী ইসলাম। রেজাউর রহমান রিজভীর কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন রাকিব মোসাব্বির। এর আগে রিজভী ও ফারাবীর সঙ্গে আলাদাভাবে গানের কাজ করেছেন রাকিব মোসাব্বির। অনুরূপভাবে রিজভীর কথাতে এর আগে ফারাবীও গান গেয়েছেন। তবে তিনজনের একসঙ্গে কোনো গানের কাজ এটিই প্রথম। এ প্রসঙ্গে রাকিব মোসাব্বির বলেন, ‘রিজভী ভাইয়ের কথায় প্রায় দেড় ডজনের ওপরে গানের কাজ করেছি। আর ফারাবীও আমার সুর-সঙ্গীতে আগে গান করেছে। তবে তিনজনের একসঙ্গে করা কোনো গানের কাজ এটিই প্রথম। আশা করছি গানটি সবার কাছে ভালো লাগবে।’ ফারাবী ইসলাম জানান, ‘ভুলে থাকিস কেমনে’ রোমান্টিক একটি গান। প্রকাশের পর থেকে শ্রোতাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছেন তিনি। নতুন এ গানটি প্রসঙ্গে রিজভী বলেন, ‘রাকিব ও ফারাবী দুজনেই আমার খুব প্রিয় শিল্পী। তাদের সঙ্গে আগেও আলাদাভাবে গানের কাজ হয়েছে। তবে তিনজনের একসঙ্গে কাজ হলো এবারই প্রথম। গানটিও বেশ মেলোডিয়াস হয়েছে। ঈদের অসংখ্য গানের ভিড়ে এ গানটিও শ্রোতাদের অন্যতম পছন্দের তালিকায় থাকবে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১