আপডেট : ১৫ August ২০১৮
রাস্তায় গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করেছেন। এমন একটি অভিযোগ এসেছে লিভারপুলের মিসরীয় বিশ্বকাপ ফুটবল তারকা স্ট্রাইকার মোহামেদ সালাহর বিরুদ্ধে। মোবাইল ফোন নিয়ে কথা বলছেন, এই খেলোয়াড়ের এমন এক ভিডিও দেখার পর তা পুলিশকে জানানো হয়েছে। মার্সেইসাইড পুলিশ নিশ্চিত করেছে যে, ওই ভিডিওটি ‘সংশ্লিষ্ট বিভাগে’ পাঠানো হয়েছে। লিভারপুল ক্লাবের একজন মুখপাত্র বলেছেন, খেলোয়াড়ের সঙ্গে আলাপ আলোচনার পরই তারা ভিডিওটির বিষয়ে পুলিশকে সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন, এ বিষয়ে পরবর্তী যেকোনো পদক্ষেপ হবে ক্লাবের অভ্যন্তরীণ বিষয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১