আপডেট : ১৪ August ২০১৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিতে অনলাইনে আবেদনে সময় দুই দিন বাড়িয়েছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ আগস্ট দুপুর ২টা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা। এর আগে, ঢাবিতে আবেদনের এই সময়সীমা ছিল ২৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত। গত ৩১ জুলাই থেকে ভর্তি আবেদন শুরু হয়।। ঈদের ছুটি বিবেচনায় নিয়ে আবেদনের সময় বাড়ানোর এই সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। আগামী ১৪ সেপ্টেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদে ভর্তিচ্ছুদের ‘গ’ ইউনিটের মাধ্যমে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১