বাংলাদেশের খবর

আপডেট : ১৪ August ২০১৮

যাত্রী সঙ্কটে আরো ২ হজ ফ্লাইট বাতিল

যাত্রী সঙ্কটে বাতিল হলো আরো ২ হজ ফ্লাইট প্রতীকী ছবি


পর্যাপ্ত যাত্রী না থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মঙ্গলবারের (আজ) দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করে বলেন, পর্যাপ্ত হজযাত্রী না পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মঙ্গলবারের দুটি হজ ফ্লাইট বিজি-১০৯১ এবং বিজি-৬০৯১ বাতিল করা হয়েছে। এ নিয়ে বিমানের ১৮টি ফ্লাইট বাতিল করা হলো।

গত বছর পর্যাপ্ত যাত্রী না পেয়ে ২৪টি হজ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তাতে ৪০ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় রাষ্ট্রায়ত্ত এ সংস্থাটি।

বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যাচ্ছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৫৯৯ যাত্রী বহন করবে। আর সৌদি এয়ারলাইন্স বাকি যাত্রী পরিবহন করবে। গত ১৪ জুলাই শুরু হয়ে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশ বিমানের মোট ১৮৭টি ফ্লাইট সৌদি আরবে যাওয়ার কথা (ডেডিকেটেড-১৫৫ এবং শিডিউল-৩২) রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১