আপডেট : ১৪ August ২০১৮
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য গৃহঋণ সুবিধা দিতে পরিপত্র জারি করায় আবাসন খাতে নতুন বাজার সৃষ্টি হবে। পাশাপাশি আবারো চাঙ্গা হবে দেশের এই বড় অর্থনৈতিক খাত। এমনটিই আশা করছেন আবাসন শিল্প-সংশ্লিষ্টরা। তাই সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে আবাসন খাত-সংশ্লিষ্ট সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন গৃহঋণ সংক্রান্ত পরিপত্র জারি করায় সরকারকে অভিনন্দন জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি চাকরিজীবীরা ৫ শতাংশ সুদে গৃহঋণ পাবেন। পরিপত্রের আওতায় জাতীয় বেতন স্কেলের গ্রেডভেদে সর্বোচ্চ ৭৫ লাখ ও সর্বনিম্ন ৩০ লাখ টাকা এ ঋণ সুবিধা দেওয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১