বাংলাদেশের খবর

আপডেট : ১৪ August ২০১৮

হেলপারের চালনায় প্রাণ গেল চালকের

পাঁচ জেলায় সড়কে চার চালকসহ নিহত ৬

পাঁচ জেলায় চালকসহ ৬ জন নিহত প্রতীকী ছবি


দেশজুড়ে সড়কে শৃঙ্খলা ফেরানো ও চালক-যাত্রী-পথচারীদের সচেতন করার নানামুখী কার্যক্রমের মধ্যে গতকাল সোমবার ও গত রোববার রাতে বিভিন্ন জেলায় দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। নিহতদের চারজনই গাড়িচালক। এদের মধ্যে নওগাঁয় সহকারীকে (হেলপার) দিয়ে ট্রাক্টর চালানোর খেসারতে প্রাণ দিতে হয়েছে এক চালককে।

সড়ক দুর্ঘটনায় নাটোরে দুজন, নারায়ণগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট ও কক্সবাজারে একজন করে নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

নওগাঁ : জেলার রানীনগরে নিজ গাড়ির চাপায় আকতার হোসেন নামে এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার কুবরাতলী গ্রামের মৃত রহিউদ্দিনের ছেলে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুবরাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাক্টরে বালু বোঝাই করে নগর ব্রিজ এলাকায় যাওয়ার পথে গাড়ি চালাচ্ছিলেন আকতারের হেলপার। এ সময় তিনি গাড়ির ওপরে বসেছিলেন। কুবরাতলী বাজারের কাছে একটি ভ্যানকে সাইড দিতে ব্রেক করলে গাড়ি থেকে নিচে পড়ে যান আকতার। এ সময় নিজ গাড়ির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নাটোর : জেলার গুরুদাসপুরে গতকাল আলাদা সড়ক দুর্ঘটনায় চালক ও শিশুসহ দুজন নিহত ও কমপক্ষে ১১ জন আহত হয়েছে। সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে একটি কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১১ জন আহত হয়। ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের গুরুদাসপুর হাসপাতালে নেওয়ার পথে শ্যামলী পরিবহনের চালক আজাদুল ইসলাম আজাদ মারা যান। তিনি কুষ্টিয়া সদরের বড়িয়া গ্রামের শওকত আলীর ছেলে। আহতদের গুরুদাসপুর, বড়াইগ্রাম ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে বেলা ১১টার দিকে গুরুদাসপুর উপজেলার নারীবাড়ী গ্রামে ব্যাটারিচালিত অটোভ্যানের চাপায় সুন্নাতি নামে তিন বছরের এক কন্যাশিশু প্রাণ হারিয়েছে। এ সময় আল-আমিন নামে আরেক শিশু আহত হয়। নিহত সুন্নাতি ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে।

নারায়ণগঞ্জ : জেলার সিদ্ধিরগঞ্জে গরুবোঝাই ট্রাকের সঙ্গে কভার্ড ভ্যানের সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। গতকাল ভোরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় পিডিকে পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকচালক মো. মনির হোসেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার মানিকপুর এলাকার মৃত মকবুলের ছেলে।

কক্সবাজার : সদর উপজেলার ইসলামাবাদ খোদাইবাড়ী এলাকায় বাসের ধাক্কায় ধলা মিয়া নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ সময় রিকশার যাত্রী এক স্কুলছাত্র আহত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ধলা মিয়া ইসলামপুর ইউনিয়নের ভিলেজারপাড়ার মুসলিম মিয়ার ছেলে।

জয়পুরহাট : জেলার পাঁচবিবিতে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় আরমান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত রোববার রাত ৮টার দিকে উপজেলার সড়াইল বাজারের কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরমান সড়াইল গ্রামের শাহারুল সরকারের ছেলে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১