আপডেট : ১৪ August ২০১৮
সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার মাঠে নেমেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ভিজিলেন্স টিম। গতকাল সোমবার রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়া যাত্রীবাহী বাস চালানোর দায়ে দুই চালকের সহযোগীকে (হেলপার) আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। পাশাপাশি কাগজপত্র না থাকায় ওই দুটিসহ মোট তিনটি বাস জব্দ করা হয়। সায়েদাবাদ আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, ‘কোনো ধরনের কাগজপত্র ছাড়া গাড়ি চালানোর দায়ে গাজীপুর পরিবহনের (১১-৮৮৪১) চালকের সহযোগী আলমকে আটক করে থানায় সোপর্দ এবং গাড়িটি জব্দ করা হয়েছে। একই অপরাধে বোরাক পরিবহনের (১৪-২১৬২) চালকের সহযোগী বাপ্পীকে আটক করে থানায় সোপর্দ ও গাড়িটি জব্দ করা হয়। ফিটনেস সনদ ছাড়া গাড়ি চালানোর দায়ে ট্রান্সসিলভা পরিবহনের (১৫-৩৩৩২) গাড়িটি আটক করা হয়েছে। এ ছাড়া টার্মিনাল থেকে কাগজপত্রবিহীন কোনো গাড়ি চলতে দেওয়া হয়নি।’ অভিযানে সায়েদাবাদ আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ছাড়াও সংগঠনের যুগ্ম সম্পাদক রেজাউল করিম ও কোষাধ্যক্ষ রাজু আহাম্মদ উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১