বাংলাদেশের খবর

আপডেট : ১৩ August ২০১৮

দোয়া মাহফিলে পালিত হবে খালেদার জন্মদিন

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংরক্ষিত ছবি


প্রতিবছর ১৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জন্মদিন পালন করেন। তবে এই একই দিন জাতীয় শোক দিবস হওয়াতে তার জন্মদিন পালন করার বিষয়টা নিয়ে বিতর্ক হয়ে আসছে। এদিন জন্মদিন পালন করায় মামলাও হয়েছে আদালতে। বেশ কয়েক বছর ধরে ঘটা করে বিএনপি চেয়ারপারসনের জন্মদিন পালন করা হলেও গত দুই বছর ধরে হচ্ছে না সেই অনুষ্ঠান। গতকাল রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, জন্মদিন উপলক্ষে আগামী ১৫ আগস্ট বুধবার খালেদা জিয়ার কারামুক্তি, দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ওইদিন দেশের সব জেলা ও উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানান তিনি।  এ ছাড়া পবিত্র ঈদুল আজহার দিন বেলা সাড়ে ১১টায় বিএনপির নেতারা মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যাবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১