বাংলাদেশের খবর

আপডেট : ১৩ August ২০১৮

বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর জামিন নাকচ

চার শিক্ষার্থীর জামিন নামঞ্জুর করেছেন আদালত সংরক্ষিত ছবি


নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকালে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের দুই মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার এ আদেশ দেন।

এ দিন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বাড্ডা ও ভাটারা থানায় দায়ের করা আলাদা দুই মামলায় চার আসামির জামিন আবেদন করেন তাদের আইনজীবীরা। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে দেন। আসামিরা হলেন তরিকুল ইসলাম, রেদোয়ান আহম্মেদ, মাসহাদ মুর্তজা আহাদ ও আজিজুল করিম অন্তর।

গত ৯ আগস্ট ওই চারজনসহ ২২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে গত ৭ আগস্ট ২২ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন রিসালাতুন ফেরদৌস, রাশেদুল ইসলাম বায়েজিদ, মুশফিকুর রহমান, ইফতেখার আহম্মেদ, রেজা রিফাত আখলাক, এএইচএম খালিদ রেজা ওরফে তন্ময়, তরিকুল ইসলাম, নূর মোহাম্মদ, সীমান্ত সরকার, ইকতিদার হোসেন, জাহিদুল হক, হাসান, ফয়েজ আহম্মেদ আদনান, সাবের আহম্মেদ উল্লাস, মেহেদী হাসান, শিহাব শাহরিয়ার, সাখাওয়াত হোসেন নিঝুম ও আমিনুল এহসান বায়েজিদ। ২২ জনের মধ্যে ১৪ জন বাড্ডা থানার এবং আটজন ভাটারা থানার মামলার আসামি। তারা ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, সাউথইস্ট, ব্র্যাক ও আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১