বাংলাদেশের খবর

আপডেট : ১৩ August ২০১৮

বরিশাল সিটি নির্বাচন

৩০ কেন্দ্রে অনিয়মের তদন্ত শুরু

বরিশাল সিটি নির্বাচন সংরক্ষিত ছবি


বরিশাল সিটি করপোরেশন নির্বাচন গত ৩০ জুলাই অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৩০টি ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত শনিবার সকাল থেকে নির্বাচন কমিশনের চার সদস্যের তদন্ত কমটি তদন্ত শুরু করে। শনিবার থেকে আগামী চার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রগুলোতে তদন্তকাজ চলবে। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

তদন্ত দলের আহ্বায়ক হিসেবে আছেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২) খোন্দকার মিজানুর রহমান। অন্য তিন সদস্য হলেন কমিশনের উপসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ হোসেন, নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক (প্রশিক্ষণ) শহিদ আবদুস ছালাম, সিনিয়র সহকারী সচিব (সংস্থাপন-২) মো. শাহ আলম। তদন্তের সময় আরো উপস্থিত থাকবেন সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা। তদন্ত দলের আহ্বায়ক খোন্দকার মিজানুর রহমান জানান, কী অনিয়ম ঘটেছিল, সে ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। সেই অনুযায়ী আগামী চার দিন আমরা মোট ৩০টি কেন্দ্রের তদন্ত করব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১