আপডেট : ১৩ August ২০১৮
নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার এক বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় শিকলে বাঁধা অবস্থায় পুড়ে মারা যায় রবিউল আলম (৩০) নামে এক প্রতিবন্ধী যুবক। গতকাল রোববার বেলা ১১টার দিকে যখন এই মর্মান্তিক ঘটনা ঘটে, তখন নিহতের মা ছিলেন ভিক্ষায় ব্যস্ত। অগ্নিকাণ্ডে বস্তির বেশ কয়েকটি ঘর ভস্মীভূত হয়েছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, আবাসিক এলাকার বি-ব্লকের ৭ নম্বর সড়কের বস্তিতে আগুন লাগে। এ সময় বস্তির লোকজন ঘর থেকে বের হয়ে এলেও একটি ঘরে শিকলে বাঁধা অবস্থায় ছিল মানসিক ভারসামস্যহীন রবিউল। ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে মারা যায় সে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডে অন্তত ৩৬টি ঘর পুড়ে গেছে বলেও জানান জসিম।
স্থানীয়রা জানান, রবিউলের মা ফাতেমা বেগম ভিক্ষা করে সংসার চালান। একমাত্র ছেলে রবিউল মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাকে ঘরের ভেতর শিকল দিয়ে বেঁধে রেখে ভিক্ষা করতে বের হন।
বিলাপ করতে করতে ফাতেমা বলেন, ‘ছেলেকে খাওয়ানোর পর ভিক্ষা করতে গিয়েছিলাম। এসে দেখি ছেলে পুড়ে ছাই। মাথায় সমস্যা থাকায় তাকে বেঁধে রাখতাম। ঘরে আর কেউ নেই।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১