আপডেট : ১২ August ২০১৮
জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে। এদিন বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক সেবার পাশাপাশি প্রথমবারের মতো সব ল্যাবরেটরি ইনভেস্টিগেশন বিনামূল্যে প্রদান করা হবে। অন্যদিকে, জাতীয় শোক দিবস উপলক্ষে নেওয়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৭টায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ, সকাল ৮টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর কোরানখানি ও দোয়া মাহফিল। এছাড়াও রয়েছে অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য প্রার্থনা অনুষ্ঠান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১