বাংলাদেশের খবর

আপডেট : ১২ August ২০১৮

অধিনায়ক মেসি

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ছবি : ইন্টারনেট


শুরু হতে যাওয়া নতুন মৌসুমে বার্সেলোনার নতুন অধিনায়ক হয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর আগে নেতৃত্বে ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা।

জাভি হার্নান্দেজ কাতারে পাড়ি দেওয়ার পর ২০১৫ সাল থেকে বার্সেলোনার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইনিয়েস্তা। কিন্তু জাপানের ক্লাব ভিসেল কোবের পক্ষে চুক্তি করে বার্সা ছেড়ে চলে যান স্প্যানিশ এই উইঙ্গার।

এর আগে অবশ্য ইনিয়েস্তার অনুপস্থিতিতে বেশ কয়েকবার বার্সেলোনাকে নেতৃত্ব দিয়েছেন ৩১ বছর বয়সী মেসি। কিন্তু আসন্ন মৌসুমে স্থায়ীভাবেই তার কাঁধে উঠল অধিনায়কের দায়িত্ব। বার্সেলোনার হয়ে সর্বকালের সর্বোচ্চ ৫৫২ গোল করা এই ফরোয়ার্ড ইতোমধ্যেই জাতীয় দলে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন। মেসির ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন সার্জিও বুসকেটস। ইনিয়েস্তা ও হাভিয়ের মাসচেরানোর বিদায়ের কারণে উন্মুক্ত হয়ে যাওয়া তৃতীয় ও চতুর্থ অধিনায়কের পদটি পূরণ করবেন জেরার্ড পিকে ও সার্জিও রবার্তো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১