আপডেট : ১১ August ২০১৮
‘হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই?’ হাসির শক্তি সবার ঊর্ধ্বে তার উপরে নাই। হাসলে শরীর ভালো থাকে হূৎপিণ্ড সচল, এক হাসিতে কেলেঙ্কারি রাষ্ট্রযন্ত্র অচল। এক হাসিতে ছাত্র ক্ষ্যাপে খুশি বাসের শ্রমিক, সিক্যুয়ালটা আসছে সামনে ধাপে ধাপে, ক্রমিক। এক হাসিতে জন্ম নিল কত্তোরকম গুজব, সত্য বলার পেশার এখন অপমান আর গু ‘জব’। সম্মান আজ বদলে গিয়ে রূপ নিয়েছে মাইরে, সত্য-মিথ্যা একই এখন পার্থক্য নাই রে। হাসির শক্তি নিয়ে এখন নেই কারো সংশয়, বাংলাদেশের মানুষ এখন হাসতেই পায় ভয়!
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১