আপডেট : ১১ August ২০১৮
বিশ্বব্যাপী খাদ্য সঙ্কট নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ এক জরিপের উদ্যোগ নিল। কীভাবে ভবিষ্যৎ বিশ্বকে খাদ্য সঙ্কট থেকে নিরাপদ করা যায়, তা নিয়েই জরিপ। পৃথিবীর প্রতিটি দেশের মানুষের কাছে একটা প্রশ্নের উত্তর জানতে ক্যাম্পিং শুরু হলো। প্রশ্নটা হলো- বাকি বিশ্বের জন্য খাদ্য সঙ্কটের সমাধান নিয়ে তুমি কি দয়া করে সততার সঙ্গে মতামত জানাবে? টানা এক বছর ধরে চলা জরিপটি পুরোপুরি ব্যর্থ হলো। জরিপের রিপোর্ট জমা হওয়ার পর দেখা গেল এক অদ্ভুত সমস্যার কারণে জরিপটি ব্যর্থ হয়েছে। আফ্রিকার মানুষ ‘খাদ্য’ কী জিনিস জানে না। পূর্ব ইউরোপের মানুষ জানে না ‘সততা’ কী। আর পশ্চিম ইউরোপের মানুষ ‘সঙ্কট’ শব্দের সঙ্গে পরিচিতই না। অন্যদিকে চীনের মানুষ ‘মতামত’ বলতে কী বোঝায় জানে না। মধ্যপ্রাচ্যের মানুষ ‘সমাধান’ কাকে বলে জানে না। এদিকে দক্ষিণ আমেরিকার মানুষ ‘দয়া করে’ বলতে কী বোঝায় বুঝতে পারেনি। আর যুক্তরাষ্ট্রের কাছে ‘বাকি বিশ্ব’ ব্যাপারটা আসলে কী, তা যেন এক গোলকধাঁধা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১