বাংলাদেশের খবর

আপডেট : ১০ August ২০১৮

জয়পুরহাটে নৈশ প্রহরী খুন, ব্যাংকের বুথ ভাঙার চেষ্টা

জয়পুরহাটে নৈশ প্রহরী খুন করে ব্যাংকের বুথ ভাঙার চেষ্টা করে দূর্বৃত্তরা ছবি : ইন্টারনেট


জয়পুরহাটে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বুথের নৈশ প্রহরীকে গলা কেটে হত্যা করা হয়েছে। একইসাথে এটিএম বুথ ভেঙ্গে টাকা চুরির চেষ্টাও করা হয়। তবে বুথ থেকে টাকা চুরি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মুমিনুল হক সাংবাদিকদের বলেন, ‘শুক্রবার সকালে জেলা শহরের বাটার মোড়ে হাবিব ম্যানশনের ওই বুথটি ভাঙা দেখতে পায় এলাকাবাসী। সে সময় ওই এটিএম বুথের দায়িত্বে থাকা নৈশ প্রহরী শফিকুল ইসলামকে খুঁজে পাওয়া যায়নি। বিকালে বুথের ওপরতলায় টয়লেট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।’

নিহত শফিকুল নওগাঁর বদলগাছি উপজেলার বামনপাড়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

জয়পুরহাটের পুলিশ সুপার রশিদুল হাসান সাংবাদিকদের বলেন, ‘বুথের শাটার ও লকার ভাঙা অবস্থায় পেয়েছে পুলিশ। তবে বুথ থেকে কোনো টাকা চুরি হয়নি।

নৈশ প্রহরীকে হত্যা করে বুথের টাকা চুরির চেষ্টা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১