আপডেট : ১০ August ২০১৮
ব্যক্তিগতভাবে দারুণ পারফরম্যান্স করেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার একমাত্র টি-টোয়েন্টি দলে ডাক পেলেন না লাসিথ মালিঙ্গা। টরন্টোতে গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মন্ট্রিল টাইগার্সের হয়ে দুর্দান্ত ছিলেন মালিঙ্গা। ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের তৃতীয় শীর্ষ বোলার তিনি। তাতেও নির্বাচকরা তাকে রাখেননি ১৫ জনের টি-টোয়েন্টি দলে। গত সেপ্টেম্বর থেকে জাতীয় দলে উপেক্ষিত হয়ে আছেন মালিঙ্গা। ১৪ আগস্টের এই ম্যাচ দিয়ে তিন বছর পর আবার শ্রীলঙ্কার জার্সি পরতে পারেন বিনুরা ফার্নান্দো। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলেছিলেন ২৩ বছর বয়সী এই ফাস্ট বোলার। গত বছরের জানুয়ারির পর প্রথম টি-টোয়েন্টি খেলার সুযোগ পাচ্ছেন ধনঞ্জয়া ডি সিলভা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ পারফরম্যান্স করে ২০ ওভারের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তিনি। ইনজুরির কারণে জানুয়ারিতে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে খেলা হয়নি অ্যাঞ্জেলো ম্যাথুসের। ওয়ানডের নেতৃত্ব ফিরে পেয়ে এবার টি-টোয়েন্টিতেও অধিনায়কত্ব করবেন তিনি। শ্রীলঙ্কা দল : অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দিনেশ চান্ডিমাল, আকিলা ধনঞ্জয়া, ধনঞ্জয়া ডি সিলভা, বিনুরা ফার্নান্দো, শেহান জয়াসুরিয়া, লাহিরু কুমারা, শেহান মাদুশানকা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা (উইকেটরক্ষক), থিসারা পেরেরা, লাকশান সান্দাকান, দাসুন শানাকা, উপুল থারাঙ্গা ও জেফ্রি ভ্যান্ডারসে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১