আপডেট : ১০ August ২০১৮
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি এখন পরগাছা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দেশে বিভিন্ন সময় অন্যদের আন্দোলনে প্রবেশ করে তারা শুধু উসকানি দেয়। বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী মোবাইল ফোনে ছাত্রদের নিরাপদ সড়ক চাই আন্দোলনে যে ষড়যন্ত্র করেছেন তা আজ প্রমাণিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলা পরিষদ হল রুমে জেলা পরিষদের উদ্যোগে ২২৮ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার প্রমুখ। শাজাহান খান বলেন, হেফাজতের আন্দোলন থেকে শুরু করে কোটা আন্দোলন, এমনকি বাসচাপায় দুই ছাত্র নিহতের ঘটনা নিয়ে শেখ হাসিনার সরকার পতনের চেষ্টা চালাচ্ছিল বিএনপি; তাদের এ ধরনের অপচেষ্টা কখনই বাস্তবায়ন হবে না।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১