আপডেট : ১০ August ২০১৮
নগরবাসীকে ফুটওভারব্রিজ ব্যবহারে সচেতন করার লক্ষ্যে কাজ শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ফুটওভারব্রিজ ব্যবহার না করে সরাসরি রাস্তা পার হওয়া এবং রেলিংয়ের ওপর দিয়ে পার হওয়ার সময় টোকেন জরিমানা করা হয়। সরেজমিন দেখা গেছে, মতিঝিলের শাপলা চত্বর এলাকায় রেলিংয়ের ওপর দিয়ে পার হওয়ার সময় প্রায় ১৫০ জনকে জরিমানা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরুল হাসান। তিনি জানান, ফুটওভারব্রিজ থাকার পরও অনেকে তা ব্যবহার করেন না। এ জন্য ১৫০ জনকে টোকেন (১০-১৫ টাকা) জরিমানা করা হয়েছে। ফুটওভারব্রিজ ব্যবহার না করায় মোট টোকেন জরিমানার অর্থ ২৮০ টাকা। এ ছাড়া শাপলা চত্বর এলাকায় মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার না করায় ৮০ জনকে জরিমানা করা হয়। জরিমানার পরিমাণ ৩ হাজার টাকা। এ সময় পুলিশের কাজে রোভার স্কাউটের ছেলেমেয়েরা সহযোগিতা করেন। গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কের কুর্মিটোলায় বেপরোয়া বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে শুরু হয় শিশু-কিশোরদের নজিরবিহীন আন্দোলন। কী করে সড়কে শৃঙ্খলা ফেরাতে হয় তা হাতে-কলমেই দেখিয়ে দেয় তারা। এক সপ্তাহ ধরে চলা ছাত্র আন্দোলনে ঢাকাসহ সারা দেশের যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। এমন অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ৫-১১ আগস্ট সারা দেশে বিশেষ ট্রাফিক সপ্তাহ ঘোষণা করে পুলিশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১