বাংলাদেশের খবর

আপডেট : ১০ August ২০১৮

কাদের বললেন

শান্তি ফিরলেও ষড়যন্ত্র থামেনি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংরক্ষিত ছবি


আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ঘরে ফেরায় শান্তি ফিরলেও ষড়যন্ত্র থামেনি বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক আলোচনা সভায় বিএনপি সংলাপ নয়, সংঘাত চায় এবং দলটি পারে না এমন কোনো কাজ নেই বলেও মন্তব্য করেন তিনি।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, বিএনপিকে ছাড়া কোনো ইলেকশন হবে না। আমরা কি কোথাও বলেছি বিএনপি ছাড়া ইলেকশন হবে? তারা সংলাপ চান, গত নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো সংলাপের জন্য ডেকেছিলেন। তারা সেই আহ্বানে সাড়া দেননি। কাজেই সংলাপের আহ্বান তাদের ছলনা। তারা সংলাপ নয়, সংঘাত চান। শেখ হাসিনা এখনো দেশের নিরীহ জনগণের অভিভাবক। সে কারণেই তার আহ্বানে ছাত্ররা ঘরে ফিরে গেছে। আল্লাহর অশেষ রহমত, আপাতত শান্তি ফিরেছে, কিন্তু ষড়যন্ত্র বন্ধ হয়নি।’

বিএনপি পারে না এমন কোনো কাজ নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি একটি ছদ্মবেশী-বিধ্বংসী রাজনৈতিক দল। এ দলটি নিরাপদ সড়ক আন্দোলনের সময় হাজার হাজার ভুয়া ছাত্র বানিয়ে তাদের স্কুলব্যাগের ভেতরে ছোরা, আগ্নেয়াস্ত্র ও পাথর নিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে। এগুলো ভুয়া ছাত্রদের কাজ, প্রকৃত ছাত্রদের কাজ নয়।’

‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ’-এর উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে বহুমুখী সমবায় চত্বরে ওই সভা হয়। এতে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ‘এই সভায় যারা থাকবেন না তাদের চাকরি চলে যাবে- এই ভয়ে যারা এখানে আছেন, তারা চলে যেতে পারেন। আমি কথা দিচ্ছি, কোনো ক্ষতি হবে না, কারো চাকরি চলে যাবে না। বঙ্গবন্ধুকে যারা ভালোবাসেন, তারাই বসুন।’ সভায় আরো উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমদ খান, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক দুলাল প্রমুখ। বাংলা ট্রিবিউন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১