আপডেট : ০৯ August ২০১৮
কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি কমনওয়েলথ ক্রিকেট ক্লাব গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে জনপ্রিয় এই খেলাটির উন্নয়নে কমনওয়েলথ ক্রিকেট লীগ চালু করার বিষয়েও গুরুত্বারোপ করেছেন তিনি। আজ সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন কমনওয়েলথ মহাসচিব। বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী এবং কমনওয়েলথ মহাসচিব তাঁদের বৈঠকে অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি ক্রিকেট নিয়েও দীর্ঘ আলোচনা করেন। প্যাট্রিসিয়া বলেন, আমাদের কমনওয়েলথ ক্রিকেট লীগ শুরু করা উচিত এবং একটি কমনওয়েলথ ক্রিকেট ক্লাবও গঠন করা উচিত। ক্রিকেট ছেলে-মেয়েদের নিজেদেরকে তুলে ধরার অন্যতম একটি ক্ষেত্র। এটি তাঁদের আত্মবিশ্বাস এবং মনোবলকে আরো বৃদ্ধি করবে। কমনওয়েলথ মহাসচিব এই সময় বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা করেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধু ক্রিকেটই নয়, তার সরকার দেশে সব ধরনের খেলাধূলাকেই উৎসাহিত করছে। তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশ মহিলা ক্রিকেট দল এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে, ছেলেদের ক্রিকেটেও তারা ভালো ফল করছে। উল্লেখ, তিন দিনের সফরে গত বুধবার কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশে আসেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১