বাংলাদেশের খবর

আপডেট : ০৯ August ২০১৮

এশিয়ান গেমস

তিন ইভেন্টে ভালো করার লক্ষ্য


আগামী ১৮ আগস্ট থেকে ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হতে যাচ্ছে এশিয়ান গেমসের ১৮তম আসর। এবারের আসরে বাংলাদেশের ১১৮ জন খেলোয়াড় ১৪টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছেন। ডিসিপ্লিনগুলো হচ্ছে- ফুটবল (পুরুষ), কাবাডি (পুরুষ ও মহিলা), অ্যাথলেটিকস, আরচারি, গলফ, বিচ ভলিবল, শুটিং, হকি, ব্রিজ, কুস্তি, সাঁতার, বাস্কেটবল, ভারোত্তোলন ও রোয়িং। তবে ১৪টি ইভেন্টের মধ্যে তিনটি ইভেন্টে ভালো করার প্রত্যাশা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)।

গতকাল দুপুরে বিওএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন সংস্থাটির মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন গেমসের ডেপুটি শেফ দ্য মিশন এবং বিওএ’র সদস্য লে. কমান্ডার (অব.) এ কে সরকার, বিওএ’র উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর এবং বিওএ’র কোষাধ্যক্ষ কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।

অলিম্পিকের পর বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর হিসেবে বিবেচিত হয়ে থাকে এশিয়ান গেমস। এবারের আসরকে সামনে রেখে দুই মাস আগেই ক্যাম্পের ঘোষণা দিয়েছিল বিওএ। কিন্তু অর্থ সঙ্কটের কারণে অনেক ইভেন্টেরই আবাসিক ক্যাম্প নিয়মিত করা সম্ভব হয়নি। এ নিয়ে ক্ষোভের শেষ নেই অ্যাথলেটদের। শুটিং, ফুটবল ও হকি ছাড়া আর কোনো ইভেন্টের অ্যাথলেটরাই সুযোগ-সুবিধা সেভাবে পাননি। সবশেষ এসএ গেমসে ভারোত্তোলন ইভেন্ট থেকে দেশকে সোনা এনে দেওয়া মাবিয়া আক্তার সীমান্তও ফেডারেশন থেকে অনুশীলনের সুযোগ পাননি। তাই গেমসে যাওয়ার আগে মন খারাপ দেশসেরা এ ভারোত্তোলকেরও।

গতকাল বিওএ ভবনে দাঁড়িয়ে সে আক্ষেপের কথাই বলছিলেন তিনি, ‘আমি ব্যক্তিগতভাবে যতটুকু অনুশীলন করতে পেরেছি সেটা নিয়েই যাচ্ছি এত বড় একটি আসরে খেলতে। অথচ আমাদের প্রতিপক্ষ দেশগুলোর ভারোত্তোলকরা বেশ কয়েক মাস আগেই অনুশীলন শুরু করেছিল। তাদের প্রস্তুতি আর আমাদের প্রস্তুতির তফাতটা আকাশ-পাতাল। এভাবে নামকাওয়াস্তে অংশ নেওয়ার কোনো মানে হয় না।’

বাংলাদেশের একমাত্র ভারোত্তোলক হিসেবে এই ডিসিপ্লিনে অংশ নিতে যাওয়া মাবিয়ার প্রশান্তি আছে অন্য জায়গায়। গেমসে মার্চপাস্টে লাল-সবুজের পতাকা থাকবে তার হাতে। দলকে নেতৃত্ব দিতে পারাটা নিজের ক্যারিয়ারের অনন্য অর্জন বলে জানালেন তিনি। মাবিয়ার হাতে লাল-সবুজ পতাকা তুলে দেওয়া প্রসঙ্গে বিওএ’র মহাসচিব শাহেদ রেজা বলেন, ‘মাবিয়া এসএ গেমসে দেশকে স্বর্ণপদক এনে দিয়েছিল। তাই তার হাতেই আমরা এবার পতাকা তুলে দিয়েছি।’

এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, ‘আমরা আসলে খুব একটা ভালো করতে পারব এমনটা নয়। আমাদের লক্ষ্য আরচারি, শুটিং ও মহিলা কাবাডিতে ভালো করা। আশা করি এ তিনটি ইভেন্ট থেকে পদক আসবে আমাদের।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১