আপডেট : ০৭ August ২০১৮
ফেসবুকের মালিকানাধীন তাৎক্ষণিক বার্তা বিনিময়ের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ভুয়া খবর ছড়ানো বন্ধে এখন পর্যন্ত বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে এবার ভারতে একটি বিশেষ টিম চালু করছে প্রতিষ্ঠানটি। দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সরকারের আহ্বানে সাড়া দিয়ে এ উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ। তবে হোয়াটসঅ্যাপের এ উদ্যোগ সরকারকে সন্তুষ্ট করতে পারেনি বলেও জানা গেছে। বিশেষ করে ভুয়া খবর যারা ছড়াচ্ছে তাদের শনাক্ত করার ক্ষেত্রে এ উদ্যোগ যথার্থ নয় বলে মনে করছে সরকার। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অ্যাপটিতে একটি বিশেষ ফিচার যুক্ত করা হয়েছে যেখানে কোনো মেসেজ পাওয়ার পর সেটি কাউকে ফরোয়ার্ড করলে প্রাপককে জানিয়ে দেওয়া হবে যে মেসেজটি প্রেরক নিজে লেখেননি, শুধু ফরোয়ার্ড করেছেন মাত্র। এ ছাড়া একজন ব্যবহারকারী পাঁচজনের বেশি ব্যবহারকারীকে একটি মেসেজ ফরোয়ার্ড করতে পারবেন না, এমন নিয়মও চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১