আপডেট : ০৭ August ২০১৮
রাজধানীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল সোমবার পুরোদমে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কের এমইএসে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে রাজপথে নামে ছাত্রছাত্রীরা। টানা সাত দিন অবস্থানের পর সরকারের দাবি মানার আশ্বাসে গত রোববার থেকে ক্লাসে ফেরা শুরু করে শিক্ষার্থীরা। গতকাল সোমবার স্কুল-কলেজগুলোতে পুরোদমে ক্লাস শুরু হয়। এদিন রাজধানীর মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, রেসিডেন্সিয়ালসহ বেশ কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের ক্লাস করতে দেখা যায়। ক্লাসের ফাঁকে মাঠে খেলাধুলাও করে তারা। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, ক্লাসে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি রয়েছে। ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল, রাজউক, ধানমন্ডি বয়েজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি, নটর ডেম কলেজ, কমার্স কলেজসহ রাজধানীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গভর্নমেন্ট ল্যাবরেটরি কলেজের অধ্যক্ষ আবদুল খালেক বলেন, ‘আমাদের স্কুলে সব ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এমনকি গত সপ্তাহে আন্দোলনের মধ্যেও শিক্ষার্থীরা ক্লাস করেছে। হয়তো কিছু শিক্ষার্থী অনুপস্থিত ছিল। কিন্তু আজ সোমবার সবাই উপস্থিত আছে। এ ছাড়া ক্লাসে উপস্থিত থাকতে সরকারের কড়া নির্দেশনা রয়েছে।’ শহীদ রমিজ উদ্দিন কলেজের অধ্যক্ষ নুরুন্নাহার ইয়াসমিন বলেন, ‘গতকাল (রোববার) থেকেই সব শিক্ষার্থী ক্লাসে আসছে। সবাই আগের মতো ক্লাসে উপস্থিত রয়েছে।’ এর আগে গত রোববার এক বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের উদ্দেশে বলেন, ‘ক্লাসে শিক্ষার্থী উপস্থিত না হলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের তার দায় নিতে হবে।’ তার এই বক্তব্যের পরই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা শক্ত অবস্থানে যান। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার থেকে অনুপস্থিত থাকলে শিক্ষার্থীদের বড় অঙ্কের জরিমানার নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া অভিভাবকদের কাছে অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হবে। সঠিক উত্তর পাওয়া না গেলে অথবা কোনো শিক্ষার্থী আন্দোলনে অংশ নিয়েছে এমন প্রমাণ পাওয়া গেলে তাকে বহিষ্কারের হুশিয়ারিও দেওয়া হয়েছে। ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাধিক ছাত্রী জানান, রোববার ক্লাসে গিয়ে শিক্ষকরা মৌখিকভাবে হুশিয়ার করে দেন। ক্লাসে উপস্থিত থাকতে নোটিশও দেওয়া হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১