বাংলাদেশের খবর

আপডেট : ০৫ August ২০১৮

২৪ ঘণ্টার জন্য ফোরজি ও থ্রিজি ইন্টারনেট বন্ধ

থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ প্রতীকী ছবি


নিরাপদ সড়কের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে মোবাইল ফোনে ইন্টারনেটের ফোরজি ও থ্রিজি সেবা আগামী ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দিয়েছে সরকার।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গতকাল শনিবার সন্ধ্যায় এ নির্দেশ দেয়। ফলে সন্ধ্যা থেকে গ্রাহকরা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারে ভোগান্তিতে পড়েন। পরে বিটিআরসি ও মোবাইল ফোন অপারেটররা গণমাধ্যমকে ফোরজি ও থ্রিজি ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক গণমাধ্যমকে বলেন, অনেক সময় সরকারের উচ্চপর্যায়ের নির্দেশ বাস্তবায়ন করতে হয় বিটিআরসির সংশ্লিষ্ট বিভাগকে। কিছু জায়গায় নেটওয়ার্কের কারণে মোবাইলে ইন্টারনেট পেতে সমস্যা হতে পারে। তবে সেটা পুরোপুরি বন্ধের মতো নয় বলে দাবি করেন তিনি।

এদিকে দেশের কোনো মোবাইল ফোন অপারেটর এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। শিক্ষার্থীদের চলমান আন্দোলন সামাল দিতে এর আগে ফোরজি ও থ্রিজি ইন্টারনেট সেবা বন্ধের সুপারিশ করে পুলিশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১