আপডেট : ০৪ August ২০১৮
দীর্ঘদিন ব্লকড থাকার পর এবার চীনে চালু হতে যাচ্ছে গুগলের সার্চ সেবা। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, কঠোর সেন্সরশিপের মধ্যে থেকে দেশটিতে কার্যক্রম পরিচালনা করতে হবে গুগলকে। গুগলের কিছু অভ্যন্তরীণ ডকুমেন্ট এবং এ পরিকল্পনার সঙ্গে যুক্ত কয়েকজনের বরাত দিয়ে দ্য ইন্টারসেপ্ট নামের একটি সংবাদমাধ্যম সম্প্রতি এ খবর প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সার্চ রেজাল্টে নিষিদ্ধ ওয়েব সাইটগুলোর কোনো লিঙ্কও দেখাবে না গুগল। এ ছাড়া যেসব সার্চ টপিক নিয়ে চীন সরকারের আপত্তি রয়েছে, সেগুলোও ব্লক করে রাখবে গুগল। ২০১০ সালে চীনে কার্যক্রম গুটিয়ে নিয়েছিল এ সার্চ জায়ান্ট। তবে এরপর থেকেই দেশটিতে আবারো প্রবেশের জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। এ উদ্দেশ্যে ২০১৭ সালে ‘ড্রাগনফ্লাই’ সাঙ্কেতিক নামের একটি উদ্যোগ হাতে নেয় গুগল। গত বছরের ডিসেম্বরে এ নিয়ে চীন সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিছাই। দ্য ইন্টারসেপ্ট জানিয়েছে, আগামী ছয় থেকে নয় মাসের মধ্যে গুগলের নিয়ন্ত্রিত সার্চ ইঞ্জিন চালু হতে পারে চীনে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১