আপডেট : ০৪ August ২০১৮
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এদেশে গাড়ি চালাতে হলে অবশ্যই সংশ্লিষ্ট সবাইকে আইন মানতে হবে। এজন্য সরকারকে আরো দায়িত্বশীল হতে হবে। আজ শনিবার সকালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয় আইনজীবী ফেডারেশনের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, শ্রমিকরা সবাইকে জিম্মি করে রাখবে এটা হতে পারে না। প্রয়োজনে বাসে চড়া বন্ধ করে তার বিকল্প বের করতে হবে। কিন্তু শ্রমিকদের হাতে আর জিম্মি হওয়া চলবে না। তিনি বলেন, ছাত্রদের চলমান আন্দোলন কোনো রাজনৈতিক ইস্যু নয়, নিরাপদ সড়কের দাবিতে এই আন্দোলন। বাঁচার দাবিতে রাজপথে ছাত্ররা আন্দোলন করছে। জাতীয় আইনজীবী ফেডারেশনের আহ্বায়ক অ্যাড. শেখ মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বাসেত মজুমদার প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১