বাংলাদেশের খবর

আপডেট : ০৪ August ২০১৮

নাগরিক সমাবেশে আবুল মকসুদ

দাবি মেনে নেওয়া আর বাস্তবায়ন এক নয়

জাতীয় জাদুঘরের সামনে গতকাল নাগরিক সমাবেশে বক্তব্য দেন গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ছবি - বাংলাদেশের খবর


আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া আর দাবি বাস্তবায়ন এক নয় বলে মন্তব্য করেছেন গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গতকাল শুক্রবার দুপুরে নাগরিক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ নাগরিক সমাবেশের আয়োজন করে ৩২টি সামাজিক ও পরিবেশবাদী সংগঠন।

আবুল মকসুদ বলেন, কয়েক দিন ধরে যে আন্দোলন চলছে, এটা ১৯৭১ সালের আন্দোলনের ঐতিহ্য। যে শিশুরা মাঠে নেমেছে তারা রাজনীতি বোঝে না, দলীয় রাজনীতি তো আরো বোঝে না। এরা শুধু চায় নিরাপদ সড়ক।

তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থায় নৈরাজ্য হলে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়। অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। গত কয়েক বছর হাজার হাজার কলাম লেখা ও হাজার টকশো অনুষ্ঠিত হয়েছে। শত শত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সরকারের টনক নড়েনি। যখন রাস্তাঘাট বন্ধ হচ্ছে, তখন সরকারের টনক নড়েছে।

প্রবীণ এ সাংবাদিক আরো বলেন, শিশু-কিশোররা রাস্তায় নেমেছে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে। এটি সরকারবিরোধী আন্দোলন নয়; সুতরাং সরকার যেন দ্রুত তাদের দাবি মেনে নেয়। মিরপুরে কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা হামলায় জড়িত তাদের অপসারণ দাবি করছি। আর যেন কোনো শিশুর ওপর হামলা না হয়, সে দাবি করছি। বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, নিরাপদ সড়কের এ দাবি আজকের নয়। দীর্ঘদিন ধরে এ দাবি করে আসছে বিভিন্ন সংগঠন। সরকারের কাছে এসব কাগজপত্র আছে। তারপরও সরকার নিরাপদ সড়কের দাবি পূরণ করতে চায় না। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, কারা আপনার কাছে গুরুত্বপূর্ণ সরকারি লোক ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা? নাকি এ দেশের ১৭ কোটি মানুষ। শিক্ষার্থীরা আওয়ামী লীগ বিরোধী নয়; তারা এ দেশের সঙ্কট দেখে রাস্তায় নেমেছে। আমরা যা পারিনি তারা তা করে দেখিয়েছে।

নাগরিক সমাবেশে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হক, অধ্যাপক মুস্তাফিজুর রহমানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১