আপডেট : ০৪ August ২০১৮
চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে চট্টগ্রামের খুলশী থানার মুরগির ফার্ম এলাকা থেকে ৫ সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশের একটি সূত্র জানায়, নগর গোয়েন্দা পুলিশের উত্তর ও বন্দর জোন যৌথভাবে এ অভিযান চালায়। গত দুই মাস ধরে জামায়াতের এ নেতাকে ধরতে পুলিশ চেষ্টা করে আসছে। চট্টগ্রাম জেলা ও নগরজুড়ে তাকে গ্রেফতারে রেড এলার্ট জারি করে পুলিশ। এর আগে শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করতে নগরীর বাকলিয়া, চকবাজার, পতেঙ্গা এলাকায় বেশ কয়েকবার পুলিশ চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। গত ২৪ জুন সাতকানিয়া থানার পুলিশ শাহজাহান চৌধুরী ভেবে কক্সবাজারের কুতুবদিয়ার পীর আবদুল মালেক (রহ.)-এর ছেলে শেখ ফরিদ আল কুতুবীকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১