আপডেট : ০৩ August ২০১৮
দুই বাসের রেষারেষিতে দুই শিক্ষার্থীর প্রাণহানির ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর মগবাজারে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার দুপুর দেড়টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা ঘাতক গোল্ডেন লাইন পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। নিহত মোটরসাইকেল আরোহীর নাম সাইফুল ইসলাম রানা(৩৫)। তিনি রাজধানীর উত্তর গোড়ানের বাসিন্দা বলে জানা গেছে। একটি বেসরকারি হাসপাতালে ব্রাদার হিসেবে কর্মরত ছিলেন তিনি। তার গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনিই ছিলেন সবার বড়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাসটি প্রথমে একটি রিকশাকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় রিকশাটি সড়কের পাশে পড়ে যায়। রিকশার আরোহী ও চালক আহত হন। এরপর বাসটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। পরে সেখানে উপস্থিত লোকজন বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা রমনা থানার উপপরিদর্শক (এসআই) মহিবুল্লাহ জানান, মগবাজার-মৌচাক ফ্লাইওভারের মগবাজার ওয়্যারলেস গেটের ঢাল দিয়ে নেমে এসপি গোল্ডেন লাইন পরিবহনের বাসটি যাচ্ছিল মালিবাগের দিকে। ঢাল দিয়ে নামার পরই বাসটি একটি মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক সাইফুল গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে সাইফুলকে উদ্ধার করে পথচারীরা পাশের সিরাজুল ইসলাম মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসআই আরো জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বাসচালককে আটক করেন। তাকে পিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। গেল রোববার রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে ঝরে যায় দুই শিক্ষার্থীর প্রাণ। এরপর তার সহপাঠীরা আন্দোলনে নামেন। ধীরে ধীরে এ আন্দোলন পুরো রাজধানীসহ সারা দেশে ছড়িয়ে পড়ে। এ ঘটনার রেশ না কাটতেই আবারও বাসচাপায় রাজধানীতে মোটরসাইকেলের এক আরোহী নিহত হলেন।
গুরুতর আহত অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মহানগর পুলিশ রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ঘটনাটি নিশ্চিত করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১