বাংলাদেশের খবর

আপডেট : ০৩ August ২০১৮

‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দুরে থাকুন’

চাঁদপুর শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মেদ চৌধুরী ছবি : বাংলাদেশের খবর


‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দুরে থাকুন’ এই শ্লোগানকে ধারন করে চাঁদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী।

জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জামাল উদ্দিন আহমেদ।

মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা কনের মানসের সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত শব্দ সৈনিক অধ্যাপক ড. অরুপ রতন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটওয়ারী।

সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমার পরিচালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগর সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ জামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা জাকির, এন এস আই উপ-পরিচালক এবি এম ফারুক, অতিরিক্ত পুলিস সুপার (সার্কেল) আফজাল হোসেন, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাহেদ সরকার, জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ তাজ বিল্লাহ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মজিবুর রহমানসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১